আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন যেভাবে ১৭০ কোটি ডলার সম্পদের মালিক রিয়ানা

যেভাবে ১৭০ কোটি ডলার সম্পদের মালিক রিয়ানা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২১ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   ধনী কণ্ঠশিল্পীদের তালিকায় এবার মেডোনা ও বিয়ন্সিকে ছাড়িয়ে গেলেন মার্কিন পপ তারকা রিয়ানা। তার সম্পদের পরিমান জানলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে। জানা যায়, তিনি অন্তত ১৭০ কোটি ডলারের মালিক। বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নামধাম অর্জন করলেও রিয়ানার জন্ম মুলত ক্যারিবিয় দ্বীপ বার্বাডোজে। ২০০৫ সালের দিকে তার ‘উই ফাউন্ড লাভ’ এবং ‘আমেব্রলা’র মতো গান পৃথিবীজুড়ে ঝড় তুলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

কিভাবে এতো সম্পদের মালিক হলেন রিয়ানা? জানা যায়, সঙ্গীতের পাশাপাশি রিয়ানা একজন সফল ব্যবসায়ীও। ফরাসি একটি কোম্পানীর সঙ্গে শেয়ারে তার কসমেটিকস সামগ্রীর ব্যবসা রয়েছে। ফোর্বস বলছে, কেবল ওই ব্যবসা থেকে আনুমানিক ১৪০ কোটি ডলার আয় করেন রিয়ানা।

‘ফেনটি বিউটি’ নামের ওই কোম্পানী ২০১৭ সালে যাত্রা শুরু করে। মুলত মেয়েদের মেকাপের সামগ্রী তৈরি ও সরবরাহ করে কোম্পানীটি।