আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সরকার প্রস্তুত: ওবায়দুল কাদের

যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সরকার প্রস্তুত: ওবায়দুল কাদের


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২২ , ১:৫৬ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : চলমান শারদীয় দুর্গাপূজাকে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলায় সরকার ও আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, দুর্গাপূজা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয় বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ সকালে রামকৃষ্ণ মিশনে দেবী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, সহিংসতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী এবার অনেক শক্তিশালী অবস্থায় রয়েছে। গতবারের ঘটনা ছিল দুর্ভাগ্যজনক। সতর্কতারও কিছুটা অভাব ছিল। কোথাও-কোথাও রাজনৈতিকভাবেও কিছুটা অসতর্ক অবস্থায় ছিল আওয়ামী লীগ। তিনি বলেন, দশমী পর্যন্ত সুষ্ঠুভাবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূজা উদযাপন করতে পারেন সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে বিরোধী দলগুলোকেও আহ্বান জানান ওবায়দুল কাদের।