আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে পল্লীনিবাস বাসভবনের সামনে সহায় সম্বলহীন মানুষের বিক্ষোভ

রংপুরে পল্লীনিবাস বাসভবনের সামনে সহায় সম্বলহীন মানুষের বিক্ষোভ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১৬, ২০২০ , ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রংপুর প্রতিনিধি : রংপুরে লকডাউন আইন ভেঙে খাদ্যের দাবিতে রংপুর সদর- ৩ আসনের এমপি প্রয়াত জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ছেলে সাদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লীনিবাস বাসভবন বৃহস্পতিবার সকালে ঘেরাও করে বিক্ষোভ করেছে শত শত নারী পুরুষ। এ ছাড়াও পল্লীনিবাস বাস ভবনের সামনে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ জীবিত থাকা কালে তিনি এলাকার গরীব সহায় সম্বলহীন মানুষসহ রংপুরের সকল স্তরের মানুষের পার্শ্বে থাকতেন মানুষকে সাহায্য দিতেন। অথচ তার ছেলে সাদ এরশাদ এমপি হবার পর থেকে এলাকায় আসেন না তিনি আমাদের কোন খোঁজ খবর নেন না। করোনা ভাইরাস মহামারী আকারে দেখা দেবার পর তিনি আসেননি এমনকি কোন খাদ্য বিতরণ করার কোন ব্যবস্থা নেননি। তারা অভিযোগ করেন, আমরা খাবার অভাবে অনাহারে মারা যাচ্ছি আর উনি ঢাকায় এসি রুমে বসে আয়েশি জীবন যাপন করছেন। ভোটের সময় অনেক বড় বড় কথা বলেছেন এখন সাদ কোথায়? ব্যক্তিগত তহবিল তো দূরের কথা এমপি জন্য বরাদ্দ করা চাল কোথায়? এ ধরনের জনপ্রতিনিধি আমরা চাই না। বিক্ষোভকারীরা অবিলম্বে তাদের খাবারের ব্যবস্থা না করলে বাড়ি ঘেরাও কর্মসূচি চলবে বলে ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শত শত এলাকাবাসি ও রংপুর- ৩ আসনের আদিবাসিসহ এলাকার বিভিন্ন স্তরের মানুষ তার বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে। রংপুর মহানগর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।