আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রংপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪

রংপুরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৩:৩৬ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


18রংপুর: রংপুরের পীরগাছায় সুমিতা জুয়ের্লাসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে চার ডাকাতকে বুধবার (০৮ জুন) ভোরে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ডাকাতদের বর্তমানে রংপুর আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের মধ্যে ৪ জনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে রংপুর ডিবি পুলিশ। তদন্তের স্বর্থে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না।

এর আগে গত রোববার (০৫ মে) ভোরে ওই স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির সময় পাশের জুতার দোকানদার আনোয়ার হোসেন (৩৬) বিষয়টি টের পেয়ে বাধা দিলে তার ছোট ভাই বেলাল (৩২) ও বাজারের পাহারাদার আবেদ আলীকে (৪০) হাত-পা বেঁধে মারধর ও ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পর জুয়েলার্সের মালিক রামাজি লাল সাহা জানান, সকালে পাশের দোকান‍দার বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে দোকান ভাঙচুর ও সবকিছু এলোমেলো অবস্থায় পাই। দোকানে প্রায় দেড়শ’ ভরি স্বর্ণ ও নগদ ১২ লাখ টাকা ছিল বলে ‍দাবি করেন তিনি।

এছাড়া জুয়েলার্সের মালিকের ছেলে শিপন সাহা বাদী হয়ে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।