আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রমজানে ফরিদপুর জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

রমজানে ফরিদপুর জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৩:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Faridpuফরিদপুর: রমজান উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের উদ্যোগে তার কার্যালয়ের সামনে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে তেল, চিনি ও সেমাই বিক্রি কার্যক্রম চালু করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী।

এসময় অন্যদের মধ্যে আরডিসি এস এম শাহীন, এনডিসি মনদীপ ঘরাই ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন শিবলী ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের পিআরও আলমগীর হোসেন জানান, পুরো রমজান মাস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রতিদিন পাঁচশ’ লিটার তেল, পাঁচশ’ কেজি চিনি ও পাঁচশ’ প্যাকেট সেমাই সাশ্রয়ী মূল্যে বিক্রি করা হবে।

তিনি আরও জানান, ফ্রেস কোম্পানির প্রতি লিটার সয়াবিন তেল এখান থেকে ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে, যার বাজার ৯০ টাকা। প্রতিকেজি চিনি দেওয়া হচ্ছে ৫০ টাকায়, যার বাজার মূল্য ৬০ টাকা। এছাড়া প্রতি প্যাকেট সেমাই দেওয়া হচ্ছে ২০ টাকা দরে যার বাজার মূল্য ৩২ টাকা।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমান ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহম্মেদ ২০১০ সালে ফরিদপুরের জেলা প্রশাসক থাকাকালীন সময়ে এ কার্যক্রম প্রথমবারের মতো চালু করা হয়েছিল।

৩/৪ বছর কার্যক্রম চলার পর বিভিন্ন কারণে পরবর্তীতে তা বন্ধ হয়ে গেলে বর্তমান জেলা প্রশাসক ফের এ কার্যক্রম চালু করলেন।