আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড রমজানে সন্ত্রাসী হামলা হতে পারে দক্ষিণ আফ্রিকায়

রমজানে সন্ত্রাসী হামলা হতে পারে দক্ষিণ আফ্রিকায়


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ৩:১০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


imagঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন রমজান মাসে ইসলামপন্থী সন্ত্রাসীরা দক্ষিণ আফ্রিকায় আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার দক্ষিণ আফ্রিকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে তার নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে এ কথা জানায়।

গার্ডিয়ান পত্রিকা যুক্তরাষ্ট্রের বরাত দিয়ে জানায়, দক্ষিণ আফ্রিকায় কেনাকাটার জন্য বিখ্যাত শপিং মলগুলোতে হামলা হতে পারে।

এদিকে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়, ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি সংগঠনটি প্রকাশ্যে রমজান মাসে বিশ্বজুড়ে হামলা করার আহ্বান জানিয়েছে তাদের অনুসারিদের। তাদের সেই আহ্বান অনুসারে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও জোহানেসবার্গে হামলা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির বিষয়ে জানতে চাইলে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, যে কোন আক্রমণ প্রতিহত করতে এবং শান্তি বজায় রাখতে কি করা উচিত তা আমাদের দেশের নিরাপত্তা বাহিনীগুলো জানে। আমরা নিজ দেশের নাগরিক ও আমেরিকানদেরও নিরাপত্তা দিতে সক্ষম।

মন্ত্রণালয়টি আরো জানায়, গত বছরও তারা (যুক্তরাষ্ট্র) এমন কথা জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হয়নি।