আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রাকেশের নতুন সিনেমায় হৃত্বিক ও রণবীর

রাকেশের নতুন সিনেমায় হৃত্বিক ও রণবীর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৪, ২০২১ , ১১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ‘কৃষ ৪’ নিয়ে নানারকম পরিকল্পনা করছেন জনপ্রিয় নির্মাতা রাকেশ রোশন। এখানে অভিনয় করবেন হৃত্বিক রোশন, এ কথা সবারই জানা। এ ছবিটির কাজ শেষে হৃত্বিক ও রণবীর কাপুরকে এক সিনেমায় অভিনয় করানোর কথা ভাবছেন রাকেশ রোশন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা যায়। খুব দ্রুতই তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে৷ রাকেশ রোশন এবং প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের বন্ধুত্বের খবর সবার জানা। দুজনে প্রায় সমসাময়িক নায়ক-নির্মাতা। দুজনের সুনাম যে তাদের দুই ছেলে হৃত্বিক রোশন এবং রণবীর কাপুর দারুণভাবে ধরে রেখেছেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

ভারতীয় খবরে বলা হচ্ছে, জনপ্রিয় এই দুই অভিনেতাকে একসঙ্গে করার দায়িত্ব নিয়েছেন রাকেশ রোশন। সম্প্রতি ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। রাকেশ জানান, ‘আমি এবং আমার স্ত্রী পিংকি, দিন কয়েক আগে রণবীরের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। সেখানে আমাদের সঙ্গে নীতু, রণবীর এবং রিধিমার দেখা হয়েছিল। আমরা মোটেও পরিবেশকে কোনভাবেই ভারী করার চেষ্টা করিনি। প্রায় দুই থেকে তিন ঘণ্টা মজার সময় কাটিয়েছে।’

‘আমি রণবীরকে তার বাবার সাথে আমার নানা গল্প শুনিয়েছি। আগে প্রায় প্রতিটি উৎসবেই রণবীর আমাদের বাসায় যেত। তার এবং হৃত্বিকের ছোটবেলা থেকেই দারুণ সম্পর্ক। এখন আমার ইচ্ছা দুজনকে একই সঙ্গে একটি সিনেমাতে দেখার।’ তিনি আরো জানান, ‘বর্তমান সময়ে কৃষ ৪ নিয়ে আমার পরিকল্পনা চলছে। সিনেমাটি শেষ হওয়ার পরেই রণবীর এবং হৃত্বিককে নিয়ে একসঙ্গে আমি বসতে চাই। তার আগে করোনার এই বাজে সময়টা আমরা পার করি।’