রাজধানীতে অজ্ঞান পার্টির ৮ সদস্য আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ১১:৫২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীতে পৃথক স্থান থেকে অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চলাকালে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান।
তিনি জাগো নিউজকে বলেন, রজমান ও ঈদ উপলক্ষে রাজধানীতে অজ্ঞান পার্টির দৌরাত্ম বন্ধে বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে আটজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।