আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি রাজধানীতে বিএনপির সমাবেশ চলছে

রাজধানীতে বিএনপির সমাবেশ চলছে


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: মে ২৭, ২০২২ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর বিএনপি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এক পর্যায়ে প্রেসক্লাব এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। এসময় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। এদিকে সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই প্রেসক্লাবসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সমাবেশের কারণে প্রেস ক্লাবের সামনের দুই পাশের রাস্তা বন্ধ রয়েছে।বিক্ষোভ সমাবেশে সাবেক ছাত্রনেতারাসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।