আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীর অলিগলিতে মানুষের সমাগম বাড়ছেই

রাজধানীর অলিগলিতে মানুষের সমাগম বাড়ছেই


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ৯, ২০২০ , ৬:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : করোনার সংক্রমণ রোধে দেশে সাধারণ ছুটির ৪৫তম দিন চলছে। তারপরও দিন দিন বেড়েই চলেছে এ ভাইরাসের সংক্রমণ। ইতোমধ্যে দেশে ১৩১৩৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০৬ জন। কিন্তু এর মাঝেও যথাযথ শারীরিক দূরত্ব না মেনে দিনকে দিন বাইরে মানুষের সমাগম বেড়ে চলেছে। এ চিত্র সবচেয়ে বেশি চোখে পড়ে রাজধানী ঢাকায়। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে মনে হয় করোনা ভাইরাসকে তেমন গা করছেন না কেউ-উ। স্বাভাবিক ভঙ্গীতেই বাইরে ঘোরাফেরা করছেন অনেক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন ঢাকার অলিতেগলিতে মানুষের ভিড় বাড়ছে। কারণে-অকারণে হরেক ছুতোয় ঘর থেকে বেরিয়ে পড়ছে তারা। এ ধরনের পরিস্থিতিতে দেশে দিন দিন করোনা সংক্রমণের ঝুঁকি আরও বাড়ছে।