আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাজধানীর যেসব এলাকায় দ্রুত বাড়ছে সংক্রমণ

রাজধানীর যেসব এলাকায় দ্রুত বাড়ছে সংক্রমণ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৭:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : বাংলাদেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত ২৯৪৮ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ১০১ জন।গত সোমবারের (২০শে এপ্রিল) দেয়া হিসেব অনুযায়ী পুরাতন ঢাকার অনেক এলাকায় অন্য যে কোনো এলাকার তুলনায় সংক্রমণ বেশি। আজিমপুরে ইতোমধ্যে ১৫ জন শনাক্ত হয়েছেন। আর বাবুবাজারে ১১, বংশালে ৩১, চকবাজারে ১৯ ও গেন্ডারিয়ায় শনাক্ত হয়েছেন ২১ জন। যাত্রাবাড়িতে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৩৩ জনের মধ্যে। লালবাগে এই সংখ্যা ৩১। এছাড়া সুত্রাপুরে ১২, ওয়ারীতে ৩০ ও শাখারীবাজারে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এ পর্যন্ত ১৮ জনের মধ্যে। রাজধানীর অন্য এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে মোহাম্মদপুরে, ৩৮ জন। পুরো মিরপুর এলাকায় ৭০ জনের মধ্যে করোনাভাইরাস ধরা পড়েছে, যার মধ্যে মিরপুর ১৪ নম্বরের বাসিন্দা ২১ জন। এছাড়া টোলারবাগ ১৯, ধানমন্ডি ২৩, বাসাবো ১৯, মহাখালী ১৪, মগবাজার ১৬, রাজারবাগ ২৮, উত্তরা ২৩ ও শাহবাগে ১১ জন করোনায় সংক্রমিত হয়েছেন।