আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রাজন সাহার সুরে গাইলেন অলকা ইয়াগনিক

রাজন সাহার সুরে গাইলেন অলকা ইয়াগনিক


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৩১, ২০২১ , ১১:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিক সম্প্রতি বাংলাদেশের একটি বাংলাগানে কণ্ঠ দিয়েছেন। ‘বিরহের বরষা’ শিরোনামের গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি মুহাম্মদ সহিদুর রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা। গত ২৯ আগস্ট ভারতের মুম্বাইয়ে নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন করেন অলকা ইয়াগনিক।

রেকর্ডিং শেষে বাংলাদেশের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় অলকা বলেন, অনেকদিন পর সুন্দর কথা এবং সুরে একটি বাংলা গান গাইলাম। গানটির কথা সুর আমার খুবই ভালো লেগেছে। ‘বিরহের বরষা’ গানটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান’ স্টুডিও জয়া’র ডিজিটাল প্লাটফর্ম থেকে প্রকাশ হবে’ বলেও জানান অলকা ইয়াগনিক।

গানটি সমন্ধে সুরকার ও সঙ্গীত পরিচালক রাজন সাহা বলেন, ‘আমার প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন অলকা ইয়াগনিক। তিনি অনেক গুণী একজন সংগীত শিল্পী। আমার সুর ও সংগীত পরিচালনায় গান গেয়েছেন, এটি আমার সংগীত জীবনের অনেক বড় প্রাপ্তি। আশা করছি গানটি শ্রোতাদেরও ভিশন ভালো লাগবে।

আসছে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে স্টুডিও জয়া ডিজিটাল প্লাটফর্ম অলকা ইয়াগনিকের গাওয়া “বিরহের বরষা” জনপ্রিয় ব্যান্ড তারকা বাপ্পা মজুমদারের “নীল মাছি” সাইফ শুভ’র “যত দূরে যাও” ইউসুফ রিয়াদের “খুশি খুশি লাগে” বেশ কিছু গান মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রসঙ্গত, রাজন সাহার সুরে এর আগে ভারতের কুমার শানু, নচিকেতা, রাঘব চ্যাটার্জি, শুভমিতা, রুপঙ্কর বাগচী গান গেয়েছেন। পাশাপাশি বাংলাদেশের শীর্ষ সংগীত শিল্পীরাও রাজনের সুরে গান গেয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন- সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া প্রমুখ। কাজের ধারাবাহিকতায় আরও কয়েকজন তারকাশিল্পী রাজন সহার সুরে গাইবেন বলে জানা গেছে।