আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২

রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


201রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমারা কালার দোয়া এলাকায় ট্রাকচাপায় সামাদ ব্যাপারী (৫০) ও রহিম সরদার (৬০) নামে দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক সামাদ ব্যাপারী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বাগমাড়া গ্রামের মৃত রহিম ব্যাপারীর ছেলে ও ভ্যান যাত্রী কৃষক রহিম সরদার মিজানপুর ইউনিয়নের মর্জ্জোদকোল গ্রামের মৃত কবির সরদারের ছেলে।

রাজবাড়ী ট্রাফিকের সার্জেন্ট তুহিন লস্কর জানান, সকালে সামাদ ব্যাপারীর ভ্যানে করে রাজবাড়ী শহরে কলা বিক্রি করতে যাচ্ছিলেন রহিম সরদার। পথিমধ্যে ওই স্থানে বরিশাল থেকে কুষ্টিয়াগামী নারিকেল বোঝাই একটি ট্রাক তাদের ভ্যানটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ভ্যান চালক ও এর যাত্রী নিহত হন।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।