আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাজশাহীতে তিন জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহীতে তিন জেএমবি সদস্য গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২০ , ১১:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।
বুধবার রাত সাড়ে ১১টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নগরীর বেলপুকুর থানা এলাকা থেকে দু’জন ও জেলার পুঠিয়া থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বেলপুকুর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য আবদুল হান্নান, শহিদুল ইসলাম ও জেলার পুঠিয়া থেকে জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়।
জিয়াউর রহমান জেএমবির পুঠিয়া থানা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনজনকেই থানা পুলিশে সোপর্দ করেছে র‌্যাব। এ নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাও করা হয়েছে।