আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাণীশংকৈলে প্রতিবন্ধী ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএনও

রাণীশংকৈলে প্রতিবন্ধী ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএনও


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ৩, ২০২১ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রতিবন্ধী দুই ভাই-বোন দুলাল হোসেন (২৬) ও মনোয়ারা বেগমকে (৩২) দুইটি হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকারনাইন কবির। দুলাল ও মনোয়ারা উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর গ্রামের মৃত: মজিবর রহমানের ছেলে ও মেয়ে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে ইউএনও’র প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা ওই দুলাল-মনোয়ারার বাড়িতে গিয়ে হুইলচেয়ার দু’টি দিয়ে আসেন। এ সময় সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
গত ৩০ সেপ্টেম্বর ইউএনও’র কাছে এসে দুই ভাই বোনের দীর্ঘদিনের চলাফেরার সমস্যা, পরিবারের অভাব এবং হুইলচেয়ারের প্রয়োজনীয়তার কথা জানান দুলাল। তার কথা শুনে ইউএনও ওইদিন রাতেই হুইলচেয়ার দুটি কিনে আনেন।