আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রাত সোয়া ২টায় শাহরুখের ‘জওয়ান’ সিনেমার শো!

রাত সোয়া ২টায় শাহরুখের ‘জওয়ান’ সিনেমার শো!


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৫, ২০২৩ , ৪:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরে ঝড় তুলেন বলিউড বাদশা শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। কয়েক দিন আগে মুক্তি পায় অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ ভক্তদের মনে ঝড় তুলেছেন। শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি; সেখানেও দর্শকদের উন্মাদনার শেষ নেই। এবার জানা গেলো, রাত ২টা ১৫ মিনিটে ‘জওয়ান’ সিনেমার শো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। তাও কলকাতার সিনেমা হলে দেখা যাবে সিনেমাটি।

এ বিষয়ে কল্যাণী মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের কোনো বক্তব্য পায়নি সংবাদমাধ্যমটি। পশ্চিমবঙ্গে ‘জওয়ান’ সিনেমা পরিবেশনের দায়িত্বে রয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ। তারাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।