আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে শোক মিছিল

রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে শোক মিছিল


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৩:২৭ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


IMGরাবি প্রতিনিধি: রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিমের হত্যাকান্ডের বিচারের দাবিতে আন্দোলন দীর্ঘদিন স্থগিত থাকার পর আবারো শোক মিছিল করেছে ইংরেজী বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১ টার দিকে বিভাগের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘মুকুল মঞ্চের’ কাছে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাসউদ আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. শহীদুল্লাহ। দুপুরে নিহতের বাগমারস্থ বাড়িতে চেহলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সাথে প্রতি শনিবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিভিন্ন ধরণের কর্মসূচীর কথা জানান তাঁরা।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির নিকটেই গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।