আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৩১, ২০২১ , ১২:১৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মোবাসসিরা তাহসিন ইরা নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ জানুয়ারি) ভোরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মির্জাপুর এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তাহসিন ইরা রাবির আইন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসাইন বাংলানিউজকে বলেন, আইন বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরতেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।