আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রামগঞ্জের উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকার অনুমোদন

রামগঞ্জের উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকার অনুমোদন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৮, ২০২২ , ৩:২৩ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পে ৩০ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খানের প্রচেষ্টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) রামগঞ্জের ৪৯টি সড়ক উন্নয়নের জন্য এ অর্থ অনুমোদন দেন। অনুমোদনকৃত চিঠি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান।

উপজেলা প্রকৌশলী কার্যালয় (এলজিইডি) সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলায় পাকা ও মাটির ৩৫০টি সড়ক রয়েছে। এর মধ্যে ২৭৩টি পাকা ও ৭৭টি মাটির সড়ক রয়েছে। একনেকে জিএনপি-৩ প্রকল্প হতে ২৮ কিলোমিটার (২৬টি) ও আইআরডিপি-৩ প্রকল্প হতে ১৭ কিলোমিটার (২৩টি) সড়ক অনুমোদন হয়েছে।

উপজেলা প্রকৌশলী জাহিদুল হাসান জানান, এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জরাজীর্ণ সড়কগুলোর তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তিনি চেষ্টা করায় একনেকে ৪৫ কিলোমিটার (৪৯টি) সড়কের অনুমোদন হয়েছে৷ অফিসিয়ালভাবে অনুমোদনের তালিকা পেয়েছি। এখন পর্যায়ক্রমে সড়কগুলোর কাজ শেষ হবে এবং মানুষ এর সুফল পাবে৷

লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান জানান, এ রাস্তাগুলোর কাজ সম্পূর্ণ হলে মানুষ উপকৃত হবে। বিগত ২ বছর করোনাকালীন সময় গেছে৷ তারপরও মানুষের কল্যাণে চেষ্টা করেছি। আগামী ২ বছরের মধ্যে রামগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করার চেষ্টা করবো।