আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রাশমিকার কোটি টাকা গচ্চা, ম্যানেজারকে চাকরিচ্যুত করার খবর কি সত্য?

রাশমিকার কোটি টাকা গচ্চা, ম্যানেজারকে চাকরিচ্যুত করার খবর কি সত্য?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২৩ , ৪:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  মোটা অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার ম্যানেজার ৮০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৫ লাখ টাকার বেশি) আত্মসাত করেছেন। গতকাল ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।

রাশমিকার মোটা অঙ্কের অর্থ খোয়া যাওয়ার খবর এখন বহুল চর্চিত। কিন্তু এর মাঝে নতুন খবর দিয়েছে ইন্ডিয়া টুডে। সংবাদমাধ্যমটির দাবি— রাশমিকার ম্যানেজার এ অর্থ আত্মসাত করেনি। একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘খবরে দেখেছি মোটা অঙ্কের অর্থ আত্মসাতের কারণে রাশমিকা তার ম্যানেজারকে চাকরিচ্যুত করেছেন। কিন্তু এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। দীর্ঘ দিন ধরে দক্ষিণের এই ম্যানেজার রাশমিকার সবকিছু দেখাশোনা করেছেন। ব্যক্তিগত কারণে সুন্দরভাবে চাকরি ছেড়েছেন রাশমিকার ম্যানেজার।’

বড় রকমের অর্থ খোয়া যাওয়া, ম্যানেজারকে চাকরিচ্যুত করার খবর প্রকাশ হলেও, এ নিয়ে এখন পর্যন্ত কোনোরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাশমিকা।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিশন মজনু’। গত ২০ জানুয়ারি মুক্তি পায় এটি। এ ছাড়াও ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।