আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// রাশিয়ার সঙ্গে জিতবে ইউক্রেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার সঙ্গে জিতবে ইউক্রেন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৫, ২০২২ , ৪:০৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন বলেছেন, তিনি মনে করেন যে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জিততে পারে ইউক্রেন। তবে কতোদিন পর্যন্ত এ যুদ্ধ চলতে পারে, তা নিয়ে কোনো ভবিষ্যদ্বানী করেননি ব্লিনকেন। একইসঙ্গে তিনি ইউক্রেনের পরাজয় ‘প্রত্যাশিত নয়’ বলে মন্তব্য করেন। শনিবার বিবিসি এ খবর জানিয়েছে। ইউক্রেনের জনগণের ‘অসাধারণ প্রতিরোধে’রও প্রশংসা করেন ব্লিনকেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি মস্কোর লক্ষ্য থাকে, যে কোনোভাবে সরকারপতন ঘটানো এবং তাদের পুতুল শাসন প্রতিষ্ঠা করা, তাহলে এভাবে হোক আর যেভাবে হোক ৪ কোটি ৫০ লাখ ইউক্রেনীয় তা প্রত্যাখ্যান করবে।’

তিনি বলেন, যুদ্ধ যেহেতু শেষ হয়ে যায়নি, তাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা করে চলেছেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন ব্লিনকেন। ওই বৈঠকের পর বিবিসির কূটনৈতিক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।