আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলা, নিহত ১১

রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলা, নিহত ১১


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৬, ২০২২ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরদ অঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সন্ত্রাসী’ হামলার ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শনিবার (১৫ অক্টোবর) এ সব তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের দুজন নাগরিক প্রশিক্ষণের সময় গুলি চালায়। ওই দুই হামলাকারীরাও নিহত হয়েছেন। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের জন্য স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের সময় এই হামলার ঘটনা ঘটে। রুশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, হামলায় ১১ জন নিহত হয়েছেন। আরও ১৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এরইমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে ইউক্রেনে সেনা বাড়ানো হবে। গত ২১ সেপ্টেম্বর রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে প্রায় ২ লাখ সেনা বাড়ানোর ঘোষণা দেন।

সূত্র: এনডিটিভি