আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড রিপোর্টে নেই তামিমদের অসৌজন্যমূলক আচরণ

রিপোর্টে নেই তামিমদের অসৌজন্যমূলক আচরণ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৩, ২০১৬ , ৩:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


bksp-match-অনলাইন স্পোর্টস ডেস্ক: তামিম ইকবাল ও তার সতীর্থ-সমর্থকদের গালিগালাজের কারণে ক্ষুব্ধ আম্পায়াররা ম্যাচ পরিচালনা করতে না চাইলে সুপার লিগের প্রথম রাউন্ডের আবাহনী লিমিটেড-প্রাইম দোলেশ্বর ম্যাচটি স্থগিত ঘোষণা করেন ম্যাচ রেফারি। লিগের আয়োজক-ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান জানান, গত রাতে (১২ জুন) ম্যাচ রেফারি তার রিপোর্ট জমা দিয়েছেন।

তবে, অবাক করার মতো বিষয় হলো, গতকালের ম্যাচে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা রিপোর্টে জানাননি ম্যাচ রেফারি মন্টু দও। সিসিডিএমের সভায় তোলা তার ফাইলবন্দি রিপোর্টটিতে ছিল, ম্যাচের দায়িত্বে থাকা দুই আম্পায়ার অসুস্থ থাকায় নির্ধারিত দিন ম্যাচের বাকি অংশ মাঠে গড়ায়নি। আম্পায়াররা পরের দিনও সুস্থ না হওয়ায় রিজার্ভ ডে’তেও মাঠে গড়াচ্ছে না ম্যাচটি।

এদিকে, সমালোচনা হয়েছে ম্যাচ নিয়ে একক সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা থাকলেও কেন সেটি দেননি ম্যাচ রেফারি।