আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রুটিন চেক-আপে সৌরভ হাসপাতালে, কোনো জটিলতা নেই

রুটিন চেক-আপে সৌরভ হাসপাতালে, কোনো জটিলতা নেই


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ১১:৩৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বুধবার, ২৭ জানুয়ারি সৌরভ গাঙ্গুলি ফের হাসপাতালে গেছেন। তবে গুরুতর কোনো বিষয় নয়। কলকাতার অ্যাপোলো হাসপাতালে রুটিন চেক-আপের জন্যই গেছেন ভারতের সাবেক অধিনায়ক। হাসপাতাল কৃর্তপক্ষ এই তথ্য জানিয়েছে। সৌরভের স্বাস্থ্যগত কোনো বড় ঝুঁকি নেই। বছরের শুরুতে ২ জানুয়ারি সৌরভ গাঙ্গুলি বুকে ব্যথা নিয়ে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন। সেসময় তার হৃদপিন্ডে তিনটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে তার হৃদপিন্ডে অ্যানজিওপ্লাস্টি করা হয়। হাসপাতালে পাঁচদিন থাকার পর ৭ জানুয়ারি তিনি বাসায় ফিরে যান। সেই অ্যানজিওপ্লাস্টির পরবর্তী রুটিন চেক-আপের জন্যই তিনি বুধবার, ২৭ জানুয়ারি শহরের অ্যাপোলো হাসপাতালে যান।