রুবেল-দিয়া মিশ্র ফাইনালে
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৮, ২০২৩ , ১২:১৯ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : চায়নিজ তাইপেতে অনুষ্ঠানরত এশিয়া ওয়ার্ল্ড র্যাংকিংয়ে স্টেজ ওয়ানের লড়াইয়ে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী ফাইনালে কাজাখাস্তানের বিপক্ষে লড়াই করবেন। এই দুই আর্চার সেমিফাইনালে ৫-১ সেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনালে ৬-২ সেটে মালয়েশিয়াকে হারায়। রিকার্ভ পুরুষ ইভেন্টের লড়াইয়ে হাকিম আহমেদ রুবেল সেমিফাইনালে উঠে ভারতের রাহুল রাহুলের বিপক্ষে লড়াই করার অপেক্ষায়। রিকার্ভ নারী লড়াইয়ে দিয়া সিদ্দিকী মালয়েশিয়ার বিপক্ষে ব্রোঞ্জ পদক লড়াইয়ে নামবেন। দিয়া চায়নিজ তাইপে, থাইল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৫ সেটে ড্র হয়। অস্ট্রেলিয়ার বয়েল মেডেলিনের সঙ্গে ম্যাচ ভাগ্য নির্ধারণী লড়াইয়ে দুজনকে একটি করে তির ছুঁড়তে দেওয়া হয়। দিয়া সিদ্দিকীর স্কোর হয় ১০ এবং বয়েল মেডেলিনর স্কোর হয় ৭। শেষ তিরের ফলাফলের ভিত্তিতে দিয়া সিদ্দিকী অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠে।