আজকের দিন তারিখ ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন রেকর্ড গড়লেন বিয়ন্সে

রেকর্ড গড়লেন বিয়ন্সে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ৬, ২০২৩ , ৩:৩৮ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সম্মানসূচক স্বীকৃতি গ্র্যামি অ্যাওয়ার্ড। সোমবার (৬ ফেব্রুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এবারের ৬৫তম আসর। এবার সর্বকালের সর্বোচ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন পপ সুপারস্টার বিয়ন্সে। খবর আল জাজিরার।

এবারের আসরে একসঙ্গে চারটি পুরস্কার জিতেছেন বিয়ন্সে। এ চারটি মিলিয়ে তার ঝুলিতে জমা হলো মোট ৩২টি গ্র্যামি অ্যাওয়ার্ড। এর আগে সর্বোচ্চ গ্র্যামি পুরস্কার জয়ের খেতাব ছিল হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কন্ডাকটর জর্জ সল্টির দখলে। এর মধ্য দিয়ে প্রায় ২০ বছরের রেকর্ড ভেঙে দিলেন বিয়ন্সে।

গ্র্যামির ঝলমলে মঞ্চে আবেগপ্রবণ হয়ে পড়েন বিয়ন্সে। অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আবেগপ্রবণ না হওয়ার চেষ্টা করছি, আমি এই রাতটিকে বরণ করে নেওয়ার চেষ্টা করছি। আমাকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই। ঈশ্বর আপনাকে ধন্যবাদ।’