আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব রেকর্ড ভেঙে ভারতে ২৪  ঘণ্টায় ১ লাখ সংক্রমণ

রেকর্ড ভেঙে ভারতে ২৪  ঘণ্টায় ১ লাখ সংক্রমণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২১ , ১২:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : দুঃখজনক এক মাইলস্টোনে পৌঁছেছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দেশটিতে গেল কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর গতকাল রবিবার প্রথমবারের মতো দিনে ১ লাখ সংক্রমণও দেখল ভারত।
এর আগে একমাত্র যুক্তরাষ্ট্র একদিনে ১ লাখের বেশি করোনা আক্রান্ত রোগীর সাক্ষি হয়েছে। রবিবার ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটির রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনা রোগী। রবিবার শনাক্তদের মধ্যে ৫৭ হাজার ৭৪ জনই মহারাষ্ট্রের। করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে ৯৮ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর রবিবারই সর্বোচ্চ আক্রান্ত হলেন। ভারতে করোনার যে দ্বিতীয় ঢেউ চলছে বলা হচ্ছে এর শুরু মাত্র ৫২ দিন আগে। আর রোববার লক্ষাধিক আক্রান্তের মধ্য দিয়ে মাত্র ৫২ দিনে আগের দফার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ভারত। সাত দিনে গড় আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে প্রায় সাত গুণ। ১১ ফেব্রুয়ারি এ গড় যেখানে ছিল ১১ হাজার ৩৬৪ জন, এপ্রিলের ৪ তারিখে তা পৌঁছেছে ৭৮ হাজার ৩১৮ জনে। মহামারি শুরু হওয়ার পর এটাই এ গড়ের সর্বোচ্চ উল্লম্ফন।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার ভারতে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ৫ দিনে প্রতিদিনই ভারতে ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন। শনিবার মারা যান ৫১৪ জন।
দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯২০ জনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৩২ জনের।