আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত ৩

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় নিহত ৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৬, ২০২৩ , ৫:২১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ১৫ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের হামলায় ৩ জন নিহত হয়েছেন। উখিয়ার ১৫ ও ১৭ নম্বর ক্যাম্পে এই হামলা চালিয়ে ৩ জনকে হত্যা করা হয়। এর আগে একইদিন দুপুরে আরেকজন রোহিঙ্গাকে হত্যা করে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। নিহতরা হলেন-১৭ নম্বর ক্যাম্পের এইচ/৭৭ ব্লকের বাসিন্দা আবুল বশরের ছেলে আবুল কাসেম (৩৫), মো. আলীর ছেলে মো. জোবায়ের (১৬), ১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭)। এ ঘটনায় গুলিবিদ্ধরা হলেন-১৫ নম্বর ক্যাম্পের জি/৬ মো. শফির ছেলে আনোয়ার সাদেক (২৭), জি/৩ ব্লক এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও জি/৭ সৈয়দুল বশরের ছেলে আয়াছ (১৮)। ওসি শামীম হোসেন জানান, মঙ্গলবার রাতে ১৫ নম্বর ক্যাম্পের জি/৩ ব্লক ও ১৭ নম্বর ক্যাম্পের সি/৭৭ ব্লক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে ৩ জন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ওই এলাকায় এপিবিএন ও পুলিশ সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে। এর আগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ইমাম হোসেন নামে আরেক রোহিঙ্গা যুবক নিহত হন। এ নিয়ে একইদিনে (মঙ্গলবার) রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলায় ৪ রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটে।