আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন লকডাউনে কাজ নেই, রাস্তায় সবজি বেচছেন অভিনেতা

লকডাউনে কাজ নেই, রাস্তায় সবজি বেচছেন অভিনেতা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৩০, ২০২০ , ৬:১২ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   গুলাম, লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি’র মতো বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। সেই জিনি অউর জুজু, বাবর-এর মতো জনপ্রিয় ধারাবাহিকেও করেছেন অভিনয়। লকডাউনের জেরে সেই অভিনেতাকেই বর্তমানে সবজি বিক্রি করতে হচ্ছে। কি অবাক লাগছে শুনে!

শুনতে কিছুটা অবাক লাগলেও বাস্তবেই এমনটা ঘটেছে। সম্প্রতি বিগ বসের প্রাক্তন প্রতিযোগী ডলি বিন্দ্রা একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যায় অভিনেতা জাভেদ হায়দর রাস্তার উপর দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন। গান গাইতে গাইতে সবজি বিক্রি করতে দেখা যায় জাভেদ হায়দরকে।

ডলি বিন্দ্রা জানান, ছোট থেকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন জাভেদ হায়দর। এরপর বিভিন্ন ছবি এবং ধারাবাহিকে অভিনয় করেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ শুরু হতেই লকডাউনের জেরে কাজ হারিয়ে জাভেদ যেভাবে রাস্তায় দাঁড়িয়ে সবজি বিক্রি করছেন, সেই ছবি হৃদয় বিদারক।

ডলি বিন্দ্রা ওই ভিডিও শেয়ার করার পর পরই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাভেদ হায়দরের মতো একজন অভিনেতাকে কীভাবে সবজি বিক্রি করে দিন পার করতে হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। সূত্র: জি নিউজ।