আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য লকডাউনে সাংহাই, পড়ছে বৈশ্বিক জ্বালানি তেলের দাম

লকডাউনে সাংহাই, পড়ছে বৈশ্বিক জ্বালানি তেলের দাম


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২৮, ২০২২ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে ডেস্ক : করোনা সংক্রমণ বাড়ার জেরে চীনের সাংহাই শহর লকডাউনের আওতায় আসায় বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম পড়তে শুরু করেছে। সোমবার বিবিসির খবরে বলা হয়, অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৪ ডলার কমেছে। এতে তেলের চাহিদা কমে যেতে পারে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এর জেরে সাংহাই কম্পোজিট স্টক এক্সচেঞ্জে খানিকটা পতন দেখা গেলেও সোমবার সকালে তা আবার উপরের দিকে উঠেছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে সোমবার চীনের অন্যতম অর্থনৈতিক ও বাণিজ্যিক শহর হিসেবে পরিচিত সাংহাইয়ে এ লকডাউন জারি করে কর্তৃপক্ষ। বৈশ্বি ক তেলের মূল্যের বেঞ্চমার্ক ৩ দশমিক ৮ শতাংশ পড়ে ১১৬ ডলারে পৌঁছেছে।

জ্বালানি তেলের মূল্য কমলেও তা আগের চেয়ে ৮০ শতাংশ বেশি। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ধাপে ধাপে তেলের এ মূল্য বাড়তে শুরু করে। ২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর পরই থেকেই দেশটি কোভিডের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ পলিসি গ্রহণ করে আসছে। এ প্রসঙ্গে এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা সহযোগী স্টিফেন ইনস বলেন, ব্যবসায়ীরা চীনের জিরো টলারেন্স কোভিড পলিসি নিয়ে উদ্বিগ্ন।