আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লক্ষ্মীপুরের কমলনগরে জোয়ারের পানিতে মারা গেল ৫ হাজার মুরগি

লক্ষ্মীপুরের কমলনগরে জোয়ারের পানিতে মারা গেল ৫ হাজার মুরগি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৬, ২০২০ , ১১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


লক্ষ্মীপুর (রামগতি) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে মুরগির খামার পানিতে ডুবে ৫ হাজার মুরগি মারা গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত খামারী।

বুধবার বিকাল ৪ টার দিকে মেঘনার জোয়ারে উপজেলার চর লরেন্স ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মো. ওসমানের ‘তাজ লেয়ার মুরগি খামারে’ পানিতে ডুবে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ক্ষতিগ্রস্ত খামার পরিদর্শন করেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, স্থানীয় চর লরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন।

ক্ষতিগ্রস্ত মুরগি খামারী মো. ওসমান বলেন, ঋণ নিয়ে তিনি খামারে ৫ হাজার লেয়ার মুরগি উঠিয়েছেন। মুরগি ডিম দিতে শুরু করেছে। হঠাৎ জোয়ারের পানি খামারে ঢুকে সব মুরগি মারা গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন তিনি।

স্থানীয় চর লরেন্স ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ হিরন বলেন, কমলনগরে বেড়ি বাঁধ নেই। মেঘনা নদীতে হঠাৎ ৫/৬ ফুট পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যায়। এতে ‘তাজ লেয়ার মুরগি খামারে’ পানি উঠে সব মুরগি মারা যায়।