আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লক্ষ্মীপুরের রায়পুরে করোনা উপসর্গ নিয়ে ওমান প্রবাসীর মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে করোনা উপসর্গ নিয়ে ওমান প্রবাসীর মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ , ৮:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


লক্ষ্মীপুর (রায়পুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির চার পরিবারকে লকডাউন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বামনী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খায়েরহাট এলাকার খালাজিবাড়িতে তার মৃত্যু হয়। মৃত রফিক উল্যা (৬৬) ওমান প্রবাসী ছিলেন। তার বাড়ি একই এলাকায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে ফিরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। তার পা-ও ফুলে যায়। ২৫ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেয়া হয়। মঙ্গলবার ভোরে তিনি হোম কোয়ারেন্টিনে থেকেই মারা যান। পরীক্ষার জন্য মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। দুপুর ১২টায় ওই মৃত ব্যক্তিকে একটি সংস্থার উদ্যোগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে বাড়িতে দ্বিতল ভবন নির্মাণের সময় গোসল বেশি করার কারণে জ্বর, কাশি ও পা ফুলে যায় রফিকের। রায়পুরে ডাক্তারদের পরীক্ষা দেরিতে হওয়ায় ২৪ এপ্রিল বাড়ি থেকে ঢাকা যান তিনি। ২৫ এপ্রিল ঢাকা থেকে এসেই হোম কোয়ারেন্টিনে ছিলেন। রায়পুর থানার ওসি মো. তোতা মিয়া জানান, এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ির চার পরিবারকে লকডাউন করা হয়েছে।