আজকের দিন তারিখ ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লন্ডনে তলোয়ার হামলায় আহত ৫

লন্ডনে তলোয়ার হামলায় আহত ৫


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৩০, ২০২৪ , ৫:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : পূর্ব লন্ডনের হেইনল্টে তলোয়ার হাতে পথচারী ও পুলিশের উপর আক্রমণ করেছে এক ব্যক্তি। মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুলিশ ঘটনাস্থল থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল ৭টার আগে একটি গাড়ি একটি বাড়ির ভেতর প্রবেশ করে। সেখানে লোকজনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে বলে খবরও দেওয়া হয়।
তারা আরও জানায়, পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবাগুলো সেখানে রয়েছে। সেখান থেকে তলোয়ারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক পোস্টে ঘটনাস্থলে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।