আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে এমপি কালামকে শুভেচ্ছা জানালেন শিক্ষকরা

লালপুরে এমপি কালামকে শুভেচ্ছা জানালেন শিক্ষকরা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৫, ২০২৪ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুরে ( নাটোর) প্রতিনিধি : নাটোর -১ আসনে স্বতন্ত্রপ্রার্থী ঈগল মার্কা বিজয়ী নবনির্বাচিত বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ এমপি মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানালেন, লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ও বি এম কলেজের শিক্ষক কর্মচারীরা, এ সময় উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুল ইসলাম , সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম , সিনিয়র সহকারী শিক্ষক জামিরুল ইসলাম , মহব্বত আলী, আব্দুল হান্নানসহ প্রমুখ । আজ ১৫ জানুয়ারি সোমবার সকাল ১০ ঘটিকায় সময় এমপি মহোদয়ের নিজ বাসভবনে ফুলের শুভেচ্ছা দেন । জানা যায় নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রাতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: আবু নাছের ভুঁঞা এ ফলাফল ঘোষণা করেন। ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ ৭৭ হাজার ৯৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে ৭৫হাজার ৯৪৭ ভোট পেয়েছেন।