আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ

লালপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৬, ২০২৩ , ৮:১৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর লালপুরে লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস এস সি ভোকেশনাল ও বি এম কলেজের মাধ্যমিক স্তরের এস এস সি ২০২৩ পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) লক্ষনবাড়ীয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় এন্ড এস সি ভোকেশনাল ও বি এম কলেজের মাঠে এ বিদায়,নবীন বরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল হান্নান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মকবুল হোসেন, রমজান আলী, আলমগীর হোসেন , এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক, জামিরুল ইসলাম , মহব্বত আলী, সহকারী প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম সহপ্রমুখ । এ সময়ে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অধ্যক্ষে সাহেব তার সমাপনী বক্তৃতা সবশেষে শিক্ষার্থীদের মাঝে তাবা রোক বিতরণ দশম শ্রেনীর শিক্ষার্থীরা দুপুরের খাবারের ব্যবস্থা করেন। বিদায়ী শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে একসেট মাইক উপহার দেয় ।