আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে শেখ রাসেল দিবস পালিত

লালপুরে শেখ রাসেল দিবস পালিত


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৭, ২০২১ , ৪:০১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর ( নাটোর) প্রতিনিধি : ‘শেখ রাসেল : দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। আজ রবিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তিতার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা সহকারী প্রোগ্রামার সোহেল রানার সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা উম্মুল বানীন দ্যুতি। অন্যদরে মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকতা আনারুল ইসলাম। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা গোলাম রাব্বানী, রতন কুমার পাল, জহুরুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী রবীন আহম্মেদ প্রমুখ।
উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৯ জন শিক্ষার্থী মধ্যে কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে ৪নং আড়বাব ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান লক্ষণবাড়িয়া চৌমোহিনী উচ্চ বিদ্যালয় ও বি এম কলেজের বৃষ্টি রাণী ও উপস্থিত বক্তিতায় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাবা-উল ফরিদা প্রথম স্থান অর্জন করেছে।