আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ লালপুরে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় যুবদল নেতা কারাগারে

লালপুরে সাংবাদিকের ওপর হামলায় ঘটনায় যুবদল নেতা কারাগারে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৩ , ৯:২৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম ভুবনকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে নাটোর কোর্টে অভিযুক্ত আব্দুস সেলিম ভুবনসহ ৩ জন জামিনের আবেদন করলে ভুবনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দিন। আর বাকি দুই অভিযুক্ত সৌরভ (১৮) ও আলাল (৩৮) কে জামিন দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর কোটের জিয়ারু উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন। এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন লালপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের আওয়াজ প্রত্রিকার লালপুর প্রতিনিধি আতিকুর রহমান আতিক। এ ঘটনায় তার করা মামলায় গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সেলিম ভুবনকে প্রধান আসামি করা হয়েছিল।