লিটন কেন ওপেনিংয়ে, প্রশ্ন বিসিবি প্রধানের
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ২৪, ২০২১ , ১১:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
দিনের শেষে প্রতিবেদক : করোনাভাইরাসের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডেতে দুই সেঞ্চুরি পেয়েছিলেন লিটন দাস। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের (১৭৬) রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন তিনি। এরপর টি-টোয়েন্টিতেও ওয়ানডে সিরিজের ফর্ম ধরে রেখেছিলেন। কিন্তু করোনা এসে যেন ব্যাটিংটাই ভুলিয়ে দিয়ে গেছে তাকে! সর্বশেষ ৭ ম্যাচে ইনিংস বড় করতে ব্যর্থ, এর মধ্যে তিন ম্যাচে বিদায় নিয়েছেন শূন্যতে। লিটনের ব্যর্থতায় চটেছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। তার প্রশ্ন, লিটন কেন ওপেনিংয়ে?
ওয়ানডেতে খেলা শেষ ৭ ম্যাচে লিটনের সর্বোচ্চ রান ২২। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে এই ব্যাটসম্যানকে নিয়ে বড় প্রত্যাশা ছিল অধিনায়ক তামিম ইকবালের। কিন্তু সেই প্রত্যাশার চাপে নুয়ে পড়লেন তিনি। ইনিংসের শুরুতেই রানের খাতা না খুলে সাজঘরে ফেরেন লিটন। দুষ্মন্থ চামিরার অফ স্টাম্পের বাইরের বল ঠিকমতো খেলতে পারেননি। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে প্রথম স্লিপে থাকা ধনাঞ্জয়া ডি সিলভার হাতে।
লিটনের ব্যাটিং দেখে উষ্মা প্রকাশ করেছেন বোর্ড সভাপতি। ম্যাচের বিরতিতে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘ও (লিটন) সবসময় পাঁচ-ছয় নম্বরের ব্যাটসম্যান। আমার ধারণা, টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে, কিন্তু বাকি ফরম্যাটে পাঁচ কিংবা ছয় নম্বরে।’
যদিও টিম ম্যানেজমেন্টের ওপর বোর্ড সভাপতি কোনও কিছু চাপিয়ে দিতে চান না। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এগুলো নিয়ে ওদের (ক্রিকেটারদের) সঙ্গে বসতে হবে। বসে কথা বলতে হবে। ওপর থেকে চাপিয়ে দেওয়াটা আর চাচ্ছি না এখন। আগে যেটা হতো এখন আর করি না। কিন্তু আগের চেয়ে এখন অনেক ইনভলব হয়েছি। আমার ধারণা এটার সমাধান হয়ে যাবে।’
শুধু লিটন নন, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুনকে নিয়েও মন্তব্য করেছেন বিসিবি প্রধান, ‘লিটন, সৌম্য, মিঠুন- তিনজনই আমাদের ভালো খেলোয়াড়। এটা আমাদের অলমোস্ট বিশ্বকাপের দল। আমরা খুব বেশি পরিবর্তন করিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা দলটাই কিন্তু এখানে খেলছে। কিন্তু তারা তো আস্থার প্রতিদান দিতে পারছে না। এটা নিয়ে বসতে হবে। এটা প্লেয়ার কোচদের সঙ্গে বসে, টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। একচেটিয়া সিদ্ধান্ত নিতে গেলে নেতিবাচক হবে।’
দুর্দান্ত খেলতে থাকা মুশফিকুর রহিম ৮৪ রানে বাজে শট খেলে আউট হয়েছেন। শুধু তিনি নন, এভাবে আউট হয়েছেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। এসব আউট দেখে বিরক্ত নাজমুল, ‘কয়েকটা আউট খুবই বিশ্রী ছিল, কোনও কারণই নেই এমন শট খেলার ওই সময়টাতে। মুশফিক সেঞ্চুরি পেতে পারতো। তামিমের জন্য দারুণ কন্ডিশন, সেও সেঞ্চুরি পেতে পারতো। তবে মুশফিকের জন্য খারাপ লাগে যে একটা সেঞ্চুরি হাতছাড়া হয়ে গেলো। ৮৪-তে গিয়ে রিভার্স সুইপ করেছে। ওর পছন্দের শটস। কিন্তু এই সময় এমন শটস কেন খেললো, ওই জানে।’