আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য লিন্ডের মুনাফা বাড়ল ৩ গুণ

লিন্ডের মুনাফা বাড়ল ৩ গুণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৭, ২০২১ , ১২:২৮ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : লিন্ডে বাংলাদেশ লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফা তিন গুণ বেড়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সোমবার এপ্রিল’২১-জুন’২১ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়।
কোম্পানি সূত্রে সোমবার সন্ধ্যায় জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (Earning Per Share-EPS) হয়েছে ২২ টাকা ৫৪ পয়সা। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ইপিএস ৭ টাকা ৭৯ পয়সা ছিল। অন্যদিকে প্রথম দুই প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ টাকা ৪২ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ২৫ টাকা ১৬ পয়সা ছিল।
দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৬ টাকা ১ পয়সা, যা গত বছর ১৩ টাকা ৭৪ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫৭ টাকা ১৭ পয়সা।