আজকের দিন তারিখ ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড লিবিয়া উপকূলে ভেসে এল ২৫ লাশ

লিবিয়া উপকূলে ভেসে এল ২৫ লাশ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৮:৪৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


migrantsকাগজ অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার লিবিয়া উপকূলে ভেসে এসেছে ২৫ অভিবাসনপ্রত্যাশীর লাশ। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে তাদের মৃত্যু হয়েছে। লিবিয়ার জুয়ারা শহরের কাছে উপকূলে ভেসে আসে লাশগুলো। তবে লাশগুলোর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

রয়টার্স অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

গত এক সপ্তাহে ভূমধ্যসগারে নৌকা ডুবে কয়েক শ মানুষের মৃত্যু হয়েছে। লিবিয়া উপকূল দিয়ে নৌকা নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে দলে দলে মরছে অভিবাসনপ্রত্যাশীরা।

রেড ক্রিসেন্টের কর্মকর্তা আল-খামিস আল-বোসাইফি জানিয়েছেন, উপকূলে ভেসে আসা লাশগুলো উদ্ধার করা হচ্ছে। এগুলো মধ্যে অধিকাংশ নারীর লাশ।

এদিকে ত্রিপলিতে কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, কীভাবে লাশগুলো ভেসে এল, তা তাদের বোধগম্য নয়। তার ভাষ্য, গত দুই দিনের ভূমধ্যসাগরে কোনো নৌকা যায়নি।

এ বছর লিবিয়া উপকূল হয়ে প্রায় ৪০ হাজার অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছেছে। এরা মানবপাচারকারীদের অর্থ দিয়ে ঝুঁকিপূর্ণ নৌকায় ইতালি উপকূলে পৌঁছেছে।

২০১৪ সালের পর এ পর্যন্ত কয়েক হাজার মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছে। নিহতদের মধ্যে অধিকাংশ লোক ফিলিস্তিন, সিরিয়া, ইরাক, লিবিয়ার।