আজকের দিন তারিখ ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড লিবীয় উপকূলে শতাধিক শরণার্থীর মৃত্যু

লিবীয় উপকূলে শতাধিক শরণার্থীর মৃত্যু


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ১১:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


Libyaঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: লিবীয় উপকূলে শতাধিক শরণার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে ওই হতাহতের ঘটনা ঘটেছে। খবর ডনের।

লিবীয় উপকূলে শতাধিক শরণার্থীর লাশ পাওয়া গেছে। এগুলো সাগরে ভাসছিল।

নৌডুবির পর উদ্ধারকর্মীরা কমপক্ষে ৩শ` ৪০ জনকে জীবিত উদ্ধার করেছে। ওই নৌকায় ৭শ` যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে।

লিবিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তারা এ পর্যন্ত ১শ` ৪ শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছেন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে এখনও পর্যন্ত নিহতদের নাম এবং পরিচয় জানা যায়নি।

এখনও পর্যন্ত ডুবে যাওয়া নৌকার বহু শরণার্থী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে উপকূলরক্ষী এবং উদ্ধারকর্মীরা।