আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৭ জনের

লেগুনা-কাভার্ডভ্যান সংঘর্ষে প্রাণ গেলো ৭ জনের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২০ , ৮:৪৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যানের সাথে লেগুনার সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় লেগুনার আরও দুই যাত্রী আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান। তবে নিহত ও আহতরা লেগুনার যাত্রী বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি ওসি। স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ৯ জন আহত হয়।

ওসি আরও বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়েছে। আহত অন্য ২ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া বলেন, দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ জনের মৃত্যু হয়। এছাড়া আহত অন্য ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে নিহতদের লাশ এখনো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।