আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ল্যাবুশেনকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রুট

ল্যাবুশেনকে পেছনে ফেলে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলেন রুট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২১, ২০২৩ , ৫:৫১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক :  রোমাঞ্চ ছড়িয়ে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টটি জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ বুধবার আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের সবশেষ র‌্যাংকিং প্রকাশ করেছে। সেই র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেনকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট।

৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি শীর্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন ল্যাবুশেন। ইনজুরিতে থাকা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন না খেলেও দুইধাপ উন্নতি করে অবস্থান নিয়েছেন দ্বিতীয় স্থানে। অন্যদিকে প্রথম টেস্টের ম্যাচসেরা ব্যাটসম্যান উসমান খাজা দুইধাপ উন্নতি করে সপ্তম স্থানে অবস্থান নিয়েছেন।

অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে জো রুট অপরাজিত ১১৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান।

অন্যদিকে অ্যাশেজ সিরিজ শুরুর আগে শীর্ষে থাকা ল্যাবুশেন প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেন। তিনি শুধু একা নন, ত্রাভিস হেডও তৃতীয় স্থান থেকে নেমে গেছেন চতুর্থ স্থানে। যদিও প্রথম ইনিংসে ৫০ ও দ্বিতীয় ইনিংসে ১৬ রান করেন। অন্যদিকে প্রথম ইনিংসে ১৬ ও দ্বিতীয় ইনিংসে ৬ রান করে স্টিভেন স্মিথ দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ষষ্ঠ স্থানে।