আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শখের পাশে সুবর্ণা মুস্তাফা

শখের পাশে সুবর্ণা মুস্তাফা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৫, ২০১৬ , ৫:০৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


2016_06_14_17_58_54_YBGXAR5NMthKiQgekcwn2XolvGOyoL_originalকাগজ অনলাইন প্রতিবেদক: মডেল অভিনেত্রী আনিকা কবির শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ অনেক পুরনো। তবে এমন বিষয় নিয়ে কোন নির্মাতার সংবাদ সম্মেলন এবারই প্রথম। সম্প্রতি নির্মাতা তপু খান শখের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ এনে তার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলন করেন। কিন্তু তার পক্ষে হঠাৎ সরব হয়ে উঠেছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থানও যুক্তি তুলে ধরেন তিনি।

সুবর্ণা মুস্তাফা বললেন, ‘শখকে নিয়ে এত হৈচৈ, আগের রাতে জানিয়েছে শুট করতে পারবে না তাই তো? বেশ, আর যখন ডিরেক্টর অথবা প্রডিউসার ডেট নিয়ে আগের রাতে শুট ক্যানসেল করে বা তিনদিন ডেট নিয়ে শুটে যাওয়ার পর একদিন ক্যানসেল করে তখন এই যে, এখন যারা শখের ইস্যুতে সরব তারা নীরব থাকেন কেন? প্রডিউসার/ডিরেক্টরদের নারাজ করতে চান না, তাই তো? শখকে সম্ভবত এখন নারাজ করলে কোনো প্রবলেম হবে না।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, নির্মাতা তপু খান সংবাদ সম্মেলন ছাড়াও মিডিয়ার সিনিয়র নির্মাতা ও শিল্পীদের কাছে শখের শিডিউল ফাঁসানোর বিষয়ে অভিযোগ করেছেন। যার প্রেক্ষিতে শখও বিভিন্ন জনের কাছে নিজেকে নির্দোষ দাবি করে তাদের সাহায্য চেয়েছেন।

উল্লেখ্য, ১২ জুন পরিচালক তপুর খানের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে শখ গণমাধ্যমকে বলেন, ‘আমি পরিচালককে দুই দিনের পরিবর্তে একদিনের মধ্যে শুটিং শেষ করার কথা বলেছিলাম। এখানে শিডিউল ফাঁসানো দাবি সম্পূর্ণ মিথ্যা।’