আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শঙ্কা কাটিয়ে ব্রাজিলের দল ঘোষণা

শঙ্কা কাটিয়ে ব্রাজিলের দল ঘোষণা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০২১ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   ব্রাজিলের খেলোয়াড়রা বিরোধিতা করায় কোপা আমেরিকার এবারের আসর নিয়ে শঙ্কা জেগেছিল। তবে বুধবার সব শঙ্কা দূর হয়। আনুষ্ঠানিক বিবৃতিতে কাসেমিরো, নেইমার, গ্যাব্রিয়েল জেসুসরা জানায়- দক্ষিণ আমেরিকার সবচেয়ে মাযার্দাপূর্ণ আসর কোপা আমেরিকায় খেলবেন তারা। একদিকে করোনার প্রকোপ, অন্যদিকে ভেন্যু বদলে আয়োজন ব্রাজিলে সরিয়ে নেয়া। সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে লাতিন আমেরিকার সেরা হওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। এবার টুর্নামেন্টটির জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করলেন ব্রাজিলের কোচ তিতে। সোমবার বাংলাদেশ সময় রাত ৩টায় ‘বি’ গ্রুপে ভেনিজুয়েলা এবং ব্রাজিলের খেলা দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। এই গ্রুপে ব্রাজিলের অন্য প্রতিপক্ষ কলম্বিয়া, ইকুয়েডর ও পেরু। এদিকে কোপা আমেরিকায় মাঠে নামার আগে শক্তিশালী দল সাজিয়েছে ব্রাজিল। নয়বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিল এবারের আসরেও ফেবারিট।

ব্রাজিল দল

গোলরক্ষক: আলিসন (লিভারপুল), ওয়েভারতন (পালমেইরাস), এডেরসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), এমারসন (রিয়াল বেটিস), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনিয়োস (পিএসজি)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকুয়েটা (অলিম্পিক লিও), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভেরটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: এভেরতন (বেনফিকা), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), নেইমার (পিএসজি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রিশার্লিসন (এভারটন)।