আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় চলে গেলেন স্ত্রী প্রতিমাও

শঙ্খ ঘোষের মৃত্যুর আট দিনের মাথায় চলে গেলেন স্ত্রী প্রতিমাও


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৯, ২০২১ , ১:৪০ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ঠিক আট দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কবি শঙ্খ ঘোষ। এবার ভাইরাসটির কারণে জীবনাবসান হলো তার স্ত্রী প্রতিমা ঘোষের। তিনি গত কিছুদিন হোম আইসোলেশনে ছিলেন। বাংলা কবিতার প্রবাদ পুরুষ হিসেবে পরিচিত কবি শঙ্খ ঘোষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ এপ্রিল মারা যান। তিনিও মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবির প্রয়াণের ঠিক আট দিন পর কবির স্ত্রী প্রতিমা ঘোষের জীবনাবসান হলো।
জানা যায়, শঙ্খ ঘোষ যখন করোনায় আক্রান্ত হন, তখনই তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। আক্রান্ত হয়ে প্রতিমা ঘোষ হোম আইসোলেশনেই ছিলেন। কবির স্ত্রীরও বয়স হয়েছিল ৮৯ বছর। শঙ্খ ঘোষও ৮৯ বছরেই প্রয়াত হন। কবি শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী একসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। উত্তর বঙ্গের জলপাইগুড়িতে প্রতিমা ঘোষের জন্ম। শঙ্খ ঘোষ ও প্রতিমাদেবী একসঙ্গে পড়তেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখানেই তাদের পরিচয় হয়। তারপর থেকে এতটা সময় তাদের একসঙ্গে চলা। সেই চলা কবি শেষ করেছেন আট দিন আগে। এবার চলার পথে ছেদ টানলেন কবিপত্নী প্রতিমাদেবী।