আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন শাকিবের সঙ্গে কি সংসার করা হবে? যা বললেন বুবলী

শাকিবের সঙ্গে কি সংসার করা হবে? যা বললেন বুবলী


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ১৯, ২০২৩ , ২:৫৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা বুবলীর দাম্পত্য জীবনে চলছে টানাপোড়েন। এ নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। দুজনে একে অপরের বিরুদ্ধে পালটাপালটি অভিযোগ করেছিলেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন চিত্রনায়িকা বুবলী। সেখানে বুবলীকে প্রশ্ন করা হয়— ভুল বোঝাবুঝি তো অনেক সংসারেই হয়, এই সংসার কি আর মিলনের পথে আগাবে, কি মনে হয়?

এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘আমার জায়গা থেকে, সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে; আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা বিষয়— যে মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমি ভুল করেছি। কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল।’ বুবলী যোগ করেনে, ‘অথচ উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন। সবাইকে একটা ভুল বার্তা দিচ্ছেন, ভুলভাবে নিউজগুলো করছে, তো ওখানেও আমি স্ট্রাগল করব, আমি কোথায় যাব তা হলে?