আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সাহিত্য কথা ‘শারীরিক ও মানসিক বিকাশ উশু প্রশিক্ষণ’ বইয়ের মোড়ক উন্মোচন

‘শারীরিক ও মানসিক বিকাশ উশু প্রশিক্ষণ’ বইয়ের মোড়ক উন্মোচন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২৩ , ৪:১৯ অপরাহ্ণ | বিভাগ: সাহিত্য কথা


দিনের শেষে প্রতিবেদক : সম্প্রতি একুশে বইমেলায় সালমান এল. রহমানের শারীরিক ও মানসিক বিষয়ভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয় । বইটিতে উশু চিগং(নিঃশ্বাসের ধ্যান) যা শরীর ও মনকে উপকৃত করে দীর্ঘজীবন লাভে সহযোগিতা করে। এ ছাড়া অভ্যন্তরীণ অনুশীলন সম্পর্কে জানা যাবে, আর এই অভ্যন্তরীণ অনুশীলন মানবদেহের আত্মিকতার উন্নতি ঘটিয়ে থাকে। উশু অনুশীলন শারীরিক ও মানসিক অবস্থার উন্নতির সাথে সাথে মানুষকে প্রাকৃতিক, সাবলীল জীবনযাপন এবং সমৃদ্ধি ও সংস্কৃতির অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে। উশু বিশেষ করে শারীরিক অনুশীলনের ওপর গুরুত্ব দিয়ে থাকে যার ফলে শিক্ষার্থীদের মানসিক মনোবল বৃদ্ধি পায়। উল্লেখ্য, সালমান এল. রহমান বাংলাদেশ উশুর (কুংফুর) জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উশু কোচের দায়িত্ব পালন করছেন। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৩ একুশে বইমেলায় মোড়ক উন্মোচনের মাধ্যমে প্রকাশিত এটি লেখকের প্রথম বই। মোড়ক উন্মোচনকালে তিনি বলেন, ভবিষ্যতে উশুর প্রচার-প্রসারে মার্শাল আর্টের আরো বই প্রকাশ করা হবে । তিনি আরো বলেন, ভবিষ্যৎ প্রজন্ম মার্শাল আর্টের মাধ্যমে সমাজ থেকে মাদক, অন্যায়-অবিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে মুখ্য ভূমিকা পালন করতে পারবে । মোড়ক উন্মোচনে উপস্থিত ছিলেন লেখকসহ বাংলাদেশ উশু ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক দুলাল হোসেন, মো. সায়েম ইসলাম টুটুল, সহ-সম্পাদক, বাংলাদেশ উশু ফেডারেশনের সাংগঠনিক কমিটি, বেক্সিমকো গ্রুপের ডেপুটি ম্যানেজার সুলতান মাহমুদ সোহেল, নাট্যকার বাবুল আহমেদ রুবেলসহ উশুর নতুন-পুরনো প্রশিক্ষণার্থীরা।