আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব, সারাবিশ্ব লীড শিক্ষকদের জিন্স পরা ইস্যুতে হরিয়ানা মুখ্যমন্ত্রীর ‘পল্টি’

শিক্ষকদের জিন্স পরা ইস্যুতে হরিয়ানা মুখ্যমন্ত্রীর ‘পল্টি’


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:১৬ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব,সারাবিশ্ব লীড


manoharঅনলাইন আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হরিয়ানা রাজ্যের সব সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষকদের জিন্স পরার উপর নিষেধাজ্ঞা নিয়ে গত বৃহস্পতিবার একটি নির্দেশা দিয়েছিল রাজ্যের শিক্ষা বিভাগ।

জিন্স পরা ছাত্রদের কাছে শিক্ষকদের ‘রোল মডেল’ হওয়ার পরিপন্থী এমন কথা জানিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালকের পক্ষ থেকে ওই নির্দেশনা দেয়া হয়েছিল। স্কুলে শিক্ষকদের জিন্স পরার উপর নিষেধাজ্ঞার ইস্যুতে চলমান তুমুল সমালোচনার মুখে অবশেষে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার।

রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে গতকাল বলেন তিনি। উক্ত ইস্যুতে চণ্ডীগড়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে এ দাবি করেন মি. খাত্তার। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের হরিয়ানার শিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, ‘শিক্ষকদের ছাত্রদের কাছে রোড মডেল হয়ে উঠতে হবে। তাই তাদের স্কুলে জিন্স পরা থেকে বিরত থাকতে হবে। জিন্মকে বিশেষ করে গ্রামাঞ্চলে শিক্ষকদের সঠিক পোশাক হিসেবে বিবেচনা করা হয়না।’

এ নির্দেশনার পরপরই শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ক্ষুব্ধ হয়ে উঠে। নির্দেশনার বিষয়ে তারা রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করারও সিদ্ধান্ত নিয়েছেন বলে খবরে বলা হয়। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করা হচ্ছে।