আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি শিগগিরই আসছে জিয়াওমির স্মার্টওয়াচ

শিগগিরই আসছে জিয়াওমির স্মার্টওয়াচ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৩:১৬ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


Xiaomiঅনলাইন ডেস্ক :  চীনের ব্যক্তিমালিকানাধীন ইলেকট্রনিক্স কোম্পানি জিয়াওমি বেশ কিছুদিন ধরেই অনেকটা গোপনে তাদের প্রথম স্মার্টওয়াচ নিয়ে কাজ করছে।

গত মে মাসে এক খবরে দাবি করা হয়েছে যে চলতি বছরের দ্বিতীয়ার্ধের কোনো এক সময় জিয়াওমি তাদের স্মার্টওয়াচ বাজারে ছাড়তে পারে। নতুন খবর হলো, জিয়াওমির প্রথম স্মার্টওয়ার্চ আরো আগে বাজারে আসতে পারে।

চীনভিত্তিক বিশ্লেষক পান জিউতাংয়ের বরাত দিয়ে খবরে একথা বলা হয়। সেইসঙ্গে স্মার্টওয়াচটির দুটি মডেল হতে পারে বলেও খবরে বলা হয়। জিয়াওমির প্রথম স্মার্টওয়াচের একটি মডেলের দাম পড়তে পারে ৯৯৯ ইউয়ান [প্রায় ১০,১৪৬ রুপি]। অপর মডেলটির প্রাইস ট্যাগ হতে পারে ১,৫৯৯ ইউয়ান [প্রায় ১৬,২৪১ রুপি]।

উল্লেখ্য, চীনের বেইজিংভিত্তিক একটি ব্যক্তিমালিকানাধীন ইলেকট্রনিক্স কোম্পানি হচ্ছে জিয়াওমি। ২০১৫ সালে এটি স্মার্টফোন বিক্রির দিক দিয়ে বিশ্বে পঞ্চম বৃহত্তম স্থানে ছিল।

সূত্র : ইন্ডিয়া টুডে’র